রূদ্ধ শ্বাস,বুক চাপা যন্ত্রনা,
পশ্চিমে জানালার ফাক দিয়ে গলেআসা একটুকরো রক্তিম আভাতে-
স্যাতসেতে মুখ বদন খানি ঝলসানো,
এলো কেশের অবিচ্ছিন্ন-আগোছালো বাহার,
বক্ষ-পিঞ্জরে গচ্ছিত একরাস বেদনার স্তূপ।
//
দেনা-পাওনার প্রকট অভিশাপে লগ্নভ্রষ্টা,
বিশাক্ত ছোবলে দংশিত এক নারী।
দারিদ্রতার আধারে পূর্ন-নিমজ্জিত বৃদ্ধ পিতা।
এক লহমায় নিশ্বেষ করেদিল-
তিল তিল করে গড়েতোলা কিছু রঙিন স্বপ্ন,
চূর্ন করেদিল।
//
চিত্ত হিন সমাজ,সার্থান্বেশি সামাজিকতা,
প্রলভন আর অরাজগতার বিশাক্ত সমুদ্র।
আভিজাত্যের মূল্য নির্বাচনে
রজনিগন্ধার মালা কেবলি পরিহাস,
সম্মান বাচাবার তাগিতে গলে উঠল দড়ি।