শ্রাবনের সন্ধায়...
নাহয় তুমি বৃষ্টি হয়ে এলে আমার আঙিনায়,
আমি তোমার পরশ নিতে
চিত্ত হেথা বিছায়ে দেব মুক্ত ধরনিতে।
তনুর অচেতনতায়...।
তোমাতে আমি মিশিব আজি নিবারন-নির্দিধায়,
প্রতি অনুর পরশ নেব বিন্দু-বিন্দু ফোটে,
মুক্ত আকাস সঙ্গি হবে তোমার অকপটে।
আমাতে আমি রইবনা...
তোমার আঁচলে ধরাদেব আজ,আমাকে আমি বইবনা।
সুদূর দীগন্তে...
বয়েযাব আজ দুজনায় ঐ নীলাকাশ প্রান্তে,
যেথা গগন চুমিছে বসমাতার ঠোট,
যেথা হিংসা নেই,ক্রোধ নেই,নেই খুনোখুনির জোট,
যেথা দুর্নীতি নেই,লোভ নেই,নেই রক্ত নিয়ে খেলা,
যেথা আছে শুধু ভালবাসাবাসি,মানবিকতার মেলা।
হেথা উচ্চে তুলি শির
দুজনায়-দুজনাতে মিলে গড়ব ন্যায়-পরায়ন নির,
থাকব বাধন হারা,
সকল বাধন ছিন্ন করব ঘুচায়ে রক্ত-চক্ষু ধারা।
//
আজি এ শ্রাবনের সাঁঝে...
সততা, তুমি নাহয় এসো এই অসত্যের মাঝে,
ধরনির বুকে সৃষ্টি কর আবার নব সমাজ,
হিংসা-বিদ্যেষ ভুলেযাক সবে,সত্যের হোক বসবাস।।