তুমি আড়াল হতে অবিরাম,
পলে পলে চেয়েছো তোমার নিঃস্বার্থ বিরাম।
সর্ব শান্ত হতে চেয়েছো বর্ষব্যাপী,
তোমাতে সকল যন্ত্রণা দিয়েছি সপি...
তুমি ধারনে সকল জ্বালা,
আপন হতে নিয়েছ বাছি বিদায় লগ্নের পালা।
আঁধারের বুকে রেখেছো তোমার স্বচ্ছ আঁখি জল,
আলেয়ার আলোয় রেখেছো কেবল সফলতা অনর্গল,
তুমি নতুনের রাজত্বে.....
ইতিহাস হলে আপন কৌশলে আপন বিরত্বে।
তুমি তোমাকে করলে বিলিপ্ত,
নতুনের মাঝে রেখে গেলে তোমার সীমাহীন সমাপ্ত।
তবু তোমার অবক্ষয়ে,
নতুন এথা নতুন হল নতুন পরিচয়ে।
ধন্য তুমি সকল কালের চির পুরাতন,
তুমি আছো বলেই সকল নতুনের পরিচয় আজ নতুন।।