সহজ হতে শেখ
সামান্য বাতাস নাড়া দেয়
বনস্পতির পাতায়...
এত ঝড় তুফান সুনামি
তোমার কী পাষাণ হৃদয়!
বিক্ষত হবার বাসনা
নাকি প্যষ্পাঞ্জলীর লালসা?
যারা প্রদীপ জ্বালাতে জানে
তারা মশাল জ্বালাতেও পারে
ভুলে যেওনা...
মানুষই দেবতা গড়ে।
মানুষ করজোড়ে পুষ্পাঞ্জলী দেয়
তোমার পায়ে-
তার মানে তুমি দুর্বলতার সুযোগ নেবে!
তাদের জন্যই তোমার আসন পাকা।
ওরা না থাকলে-
তোমার মহত্ত্বতা কোথায়?
এখনো সময় আছে
একটু সহজ হও।


রচনাকালঃ ০৬/০৬/২০১৫