ছোট্ট বেলায় বোনের সাথে
কতই মারামারি,
কতই না ঝগড়াঝাটি
কতই হতো আরি।
সারাদিনের পরে যখন
দাদা বলে ডাকে,
বুকের মাঝে জড়িয়ে ধরে
ভালবাসতাম তাকে।
বোনটি আমার হাসি খুশি
থাকতে ভালবাসে,
মনের দুঃখ ভুলিয়ে আমি
থাকি তার পাশে।
বোনটি আমার বোন নই যে
সে যে আমার মা,
বিধাতার সৃষ্টি বোন
মায়ের উপমা।
ভাইফোঁটা তে দিত ফোঁটা
রাখিবন্ধনে রাখি,
সে যে আমার মনের কোণে
ছিল সুখপাখি।
আজ সে বড়ো হয়েছে
হয়েছে তার বিয়ে,
ভালোবাসা কমনি তো
শশুরবাড়ি গিয়ে।
হয়েছে তার একটি ছেলে
মামা বলে ডাকে,
দেখতে তাকে যাই একটু
আমি কাজের ফাঁকে।
ভাই বোনের ভালোবাসা
জুড়ি মেলা ভার,
পৃথিবী তে এমন ভালোবাসা
খুঁজে পাবে না আর।।।