ফিরিয়ে তুমি দিয়েছো মোরে
করিয়া অপমান,
হৃদয় তোমার এত মলিন
করিলে তা প্রমাণ।
চেয়েছিলাম ভালোবেসে
তোমার হয়ে থাকতে,
কষ্ট দিয়ে মোর মনে
দূরে দূরে রাখতে।
পেয়েছো কি সুখ,দিয়ে মোর দুখ,
হৃদয়ে পরিপূর্ণ,
কষ্ট ভরা হৃদয়টা মোর
আজ হয়েছে শূন্য।
রহিয়া বসে জানালার পাশে
ভাবিয়া তোমার মুখ,
গিয়েছো দূরে একলা করে,
পেয়েছো কি তুমি সুখ।
বিরহিত মন একলা এখন
নীরব হয়ে রয়,
দাও হে আঘাত,কত দেবে,
মোর নাইকো ভয়।
কতো আশা ছিল মোর বুকেতে
বাঁধিবো সুখের ঘর,
চলে গেলে দূরে, একলা করে,
করিলে আমার পর।
ভুলাতে তোমার পারবেনা কেউ
মোর হৃদয় হতে,
একলা আমি ভাসিতে থাকিব
তোমার বিরহের স্রোতে।