ছোট্ট বেলার পুতুল খেলা
আজও মনে পড়ে,
বর বউ কে বিয়ে দিতাম
কত যত্ন করে।
মাটি দিয়ে বানাতাম
খাবার রকমারি,
বানাতাম মাটির পুতুল
বানাতাম গাড়ি।
সুতো দিয়ে বানাতাম
লাইন টেলিফোন,
এক দিকে বলতাম কথা
আর এক দিকে শোন।
দুষ্টুমি আর হুল্লোরেতে
ভরে থাকতো মন,
মায়ের কাছে বকা খেতাম
যখন তখন।
আরো আছে অনেক কিছু
স্মৃতির পাতায়,
ছোট্ট বেলার সেই দিন গুলি
না জানি আজ কোথায়।