ছোট বেলায় দিদি আমায়
নিতো কোলে তুলে,
মায়ের মতো আদর করতে
যেত না যে ভুলে।
আদর করে খাইয়ে দিত
বসিয়ে নিয়ে কোলে,
স্নান করিয়ে দিত আমায়
পেয়ারা গাছের তলে।
কাঁধে তে নিয়ে আমায়
করতো ঘোরাঘুরি,
মাঠে নিয়ে যেত আমায়
আকাশে উড়াতে ঘুড়ি।
ঘুম পাড়িয়ে দিত সে
শুনিয়ে কত গান,
মিষ্টি মধুর কন্ঠ শুনে
জুড়াতো মোর প্রাণ।
দুষ্টুমি কতই না করেছি
দিদির সনে,
আঘাত যদি লাগতো আমায়
কষ্ট পেতো মনে।
অ,আ পড়াতো সে
পড়াতো সে ছড়া,
পিঠে তুলে নিয়ে আমায়
হতো যে ঘোড়া।
রাখিবন্ধন এর দিনে আমায়
পড়িয়ে দিতো রাখি,
তার মনের মধ্যে আমি
ছোট্ট হৃদয় পাখি।
ভাইফোঁটা তে দিত ফোঁটা
মিষ্টি দিতো গালে,
আদর করে চুমু সে
দিতো মোর কপালে।
কোথাও যখন যেতো সে
লাগতো বড়ো একা,
একলা বসে থাকতাম ঘরে
কখন হবে যে দেখা।
দিদি হলো বিধাতার
অপরূপ সৃষ্টি,
দিদি ভাইয়ের ভালোবাসা
মধুর থেকেও মিষ্টি।