রোজ যে আর একলা মোরে,লাগে না যে ভালো,
মনের মাঝে রয়ে ই গেছে,এখনও আধার কালো।
যায় না তো একলা আর, আকাশ আলোয় ভরা,
অনেক তারা রয়েছে, তবু হৃদয় মাঝে খরা।
প্রতিদিন ভাবি বসে,এই বুঝি কেউ এলো,
এই বুঝি কেউ ডাকবে মোরে ,আমার সাথে চলো,
তারাগুলো সব মোরে দেখে করে হাসাহাসি,
বুক ভরা ব্যাথা ,তবু আপন খেয়ায় ভাসি।
একদিন ঠিক উঠবে জানি,আকাশ আলোয় ভরে,
আসবে ছুটে কেউ একজন,আমার প্রাণের তরে।
সেইদিন সব মুছে যাবে,মনের আধার কালো,
ঘুমিয়ে থাকা ফুল গুলো সব,পাবে নতুন আলো।