চারিদিকে আজ ঝগড়া, বিভেদ,হিংসা মারামারি,
ভাই ভাই আজ আলাদা হচ্ছে,আলাদা হচ্ছে বাড়ি।
পড়ছে না পা মাটিতে আজ,হিংসা অহঙ্কারে,
মা,বাবা আজ বৃদ্ধাশ্রমে,শশুর শাশুড়ীমা ঘরে।
প্রশাসন আজ দাড়িয়ে রয়েছে নেতার পদতলে,
অন্যয়ী আজ বাইরে রয়েছে,ভালো মানুষ জেলে।
বিজ্ঞান আজ এগিয়ে চলেছে, পড়েছে পা চাঁদে,
তবু কেনো এখনো মানুষ খিদের জ্বালায় কাঁদে।
মান-হুশ আর নেইকো সবার,গর্ব মানুষ হয়ে,
রাতের বেলা মেয়েটা দেখো, বাড়ি ফিরছে ভয়ে।
বাড়িতে এখন বউয়ের উপর করছো অবিচার,
একদিন ঠিক হিসেব হবে,পাবে এর বিচার।
যতই মানুষ মডার্ন হচ্ছে, পোষাক রকমারি,
পড়ছে না পা মাটিতে আর, চড়ছে দামি গাড়ী।
টাকা ছাড়া হবে না যে,এখন কোনো কাজ,
টাকার কাছে হেরে যাচ্ছে, মেধাবী গুলো আজ।
আরো চাই আরো চাই টাকা,হচ্ছে তবু কম,
গরীবের উপর জোর চালিয়ে,রাজার বাড়ছে দম।
প্রকৃতি আজ হারিয়ে যাচ্ছে, মানুষের অত্যাচারে,
তাপমাত্রা তাই বেড়ে চলেছে, অত্যাধিক হারে।
সার্থ ছাড়া মানুষ এখন,নেয় না কোনো খোঁজ,
টাকা থাকলে সবাই চেনে,টাকা ছাড়া নিখোঁজ।
নেতারা আজ সুযোগ বুঝে বদল করছে দল,
যেই দিকেতে আছে ভারী, আছে বেশি জল।
মানবিকতা আর মনুষ্যত্ব, গেছে সবাই ভুলে,
জ্ঞান, বুদ্ধি,বিবেক আজ দিয়েছে শিকেই তুলে।