মাঝে মাঝে স্মৃতির পাতা,যখন খুলে দেখি,
এদিক,ওদিক কতই স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে একি!
কিছু স্মৃতি আজও আছে বটের ঝুড়ি ঝুড়ি,
আজ যে আর নেই সেই পুরোনো লাটাই ঘুড়ি।
নেই যে এখন ছোট্ট সেই মাটির খেলনা ঘর,
ছোট্ট সেই বন্ধু গুলো আজ যে এখন পর।
নেইতো আজ খেলার মাঠটা,সেখানে এখন বাড়ি,
আর নেই সেই খেলার পুতুল, নেই খেলনা গাড়ি।
নেই যে আর মাটির রাস্তা, ইট পাথরের লড়াই,
আম গাছটা আর নেইকো খেলার মাঠের কোনায়।
শান্তিনিকেতনের সেই স্কুল ব্যাগটা,কাধেঁ নেই আজ,
কতই স্মৃতি হারিয়ে গেছে,রয়েছে নানান কাজ।
হারিয়ে গেছে কোথায় সেই টেলিফোনের লাইন,
সিগনাল ফেল গাড়ি গুলো কাটছে শুধুই ফাইন।
নেইতো সেই হারিকেনের আর টিম টিম আলো
রং বাহারি পোশাক আজ,মনটা তবু কালো,
পুরনো সেই স্কুল ঘরটা আজও কাঁদে একা,
স্কুলের সেই খেলার মাঠটা আজও আছে ফাঁকা।
টিফিন হলে আম কুড়ানো,ছিল ধুলোখেলা,
কিছু স্মৃতি আজ আছে সবকি যায় ভোলা।
কতই হতো ঝগড়াঝাঁটি,কতই হতো আড়ি,
স্কুল ব্যাগটা হালকা ছিল, বাজারের ব্যাগ ভারী।
আজ আর সেই বন্ধুগুলো করে না যে ফোন,
যাদের ছাড়া একটি সময় কাটতো না একটি ক্ষণ।
ছিল তখন পড়াশোনা, আর ছিল খেলা,
আনন্দ টা ছিল ভালোই,যেতাম যখন মেলা।
ভাই বোন সব এক সাথে করতাম হুল্লোড়,
থাকবে মনে আজও সেই মহালয়ার ভোর।
বট গাছের তলাটাতে হয়না খেলা আজ,
হয়না ধরা পুকুর থেকে ছিপটা নিয়ে মাছ।
হয়না সেই কাঁধে উঠে আজ পাড়া ঘোরা,
হয়না সেই চড়ক তলায় ,ঘোড়ার পিঠে চড়া।
হয়না খাওয়া মায়ের কোলে,বসে নানান খাবার,
সুযোগ হলে পেলে ছেলেবেলাতেই ফিরে যাই আবার।