মায়ের সাথে সম্পর্কটা বেশি সবার থেকে,
জন্ম দেয় মা যে সবার দশমাস গর্ভেতে রেখে।
নিজের খেয়াল রাখে সে সকাল বিকেল ভোরে,
বহু যন্তনা সহ্য করে মা ডাক শোনার তরে।


ধীরে ধীরে শিশু যখন বড়ো হতে থাকে,
বহু কাজের ফাঁকে মা শিশুর যত্ন রাখে।
যেদিন শিশু মা বলে জুড়াই মায়ের বুক,
আদর করে তাকে মা পাই যেন সুখ।


হামাগুড়ি দিয়ে সে এদিক ওদিক করে,
দিনের বেলা ঘুমিয়ে,রাতে বায়না করে।
গুটি গুটি করে যখন করে হাঁটাহাঁটি,
পা পিছলে পড়ে গিয়ে করে কান্নাকাটি।


শিশুর যখন বয়স পাঁচটি বছর হলো,
বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে তে চলো।
আদর করে খাইয়ে দেই মা কোলে তুলে,
টিফিন বক্সটা সাথে মা দিতে নাহি ভোলে।


ছোট বেলায় কতই না দুষ্টুমি করে,
বকাবকি করে মা,আসে ফিরে ঘরে।
আরো আছে অনেক কিছু সবকি বলা যায়
মা শিশুর খুনসুটি শেষ হবার নয়।