নিস্পন্দ  এই পৃথিবীর বুকে
যালিয়ে দিলাম অশান্তির চিতা
পাগলামি আজ চায়  ছুটি  চায়
পুরুষোত্তম তুমি জাননা  কী তা?


দূর নীল আকাশে বেখেয়ালী মন
কালো মেঘে ঢেকে গিয়ে কাদছে
ভাবি স্বপ্নরা   আমার এক কল্পনায়
একদিন একরাত  হয়ে আসছে


পাজর  গুণতে গিয়ে দিশেহারা
এ মুখ ও মুখ তারা কিছু  জানে
ইতিহাস কয় কথা কয়
কাপুরুষ,ভীরু সভ্যতার কানে.