ধর্ষনে আজ বর্ষবরণ ,
এর বেশি কি রইলো আশা ।
শরীর যখন আসল পাওয়া ,
মিথ্যা সেথায় ভালোবাসা ।
রাজনীতির তকমা দিয়ে
পুরোনো হিসাব চুকিয়ে নিয়ে
ভাবছো তুমি জননেতা ।
এভাবে তুমি পাবে না ভোট ,
যায় না জেনো এভাবে জেতা ।
খুন, জখম আর রাহাজানি ,
এটাই কি আজ রাজনীতি ?
মুখ মিডিয়ায়  ঝড় তুলে কি
আসবে নতুন  অর্থনীতি ?
তুললে আঙ্গুল কেল্লা ফতে ,
যাচ্ছো তুমি কার অমতে ।
বিরোধী তুমি নয়কো কারো ।
শত্রু তুমি নিজের  আবারও ।
দোষারোপে লাভ কি বল ,
বৃথাই সময় নষ্ট ।
সবাই আসলে জিততে চায়
ভুলে মানুষের কষ্ট ।


-০১.০১.১৪২৯