খাবারে যেমন লবন, জীবনে তেমনই ভালোবাসা ,
অল্পতে স্বাদ মেটে যার, বেশি হলেই সর্বনাশা ।
জীবনে স্নেহ যেন খাবারেতে মিষ্টি ,
খেতে বেশ ভালোই, বেশি হলে অনাসৃষ্টি,
জীবনে শাসন যেন খাবারেতে ঝাল ,
দরকারে ঠিক ঠাক, বেশি মানে বেসামাল
খাবারেতে তেল যেন জীবনেতে বিশ্বাস ,
প্রয়োজনে ঠিক ঠাক, বেশি মানে নাভিঃশ্বাস ।
সব যদি ঠিক থাকে ভালো লাগে খাবার
জীবনেতেও তাই করে শুরু করো আবার।