আজ যেন গোটা পৃথিবীটা
মৃত্যুর মুখোশ পরে আছে ।
অনু পরমানু ক্রোমোজোম
থেকে নিউরোন ,শিরা উপশিরায়
শোণিত প্রবাহ আজ জাগাচ্ছে
যেন অমোঘ শিহরণ ।
এ যেন অস্তিত্বের জন্য
লড়াই আর তারই মাঝে
যোগ্যতমের উদ্বর্তন ।
বেঁচে থাকার লড়াইটা হয়তো
এক লহমায় ভেঙ্গে চুরে
চুরমার হয়ে যেতে পারে ।
ডারউইন আর ল্যামার্ক
হয়তো তার সত্যতা প্রমানে
ব্যর্থ হয়ে যেতে পারে ।
তবু এই  মুখ-মুখোশের
খেলা চালিয়েই যেতে হবে ।
কারন সম্ভাবনায় তো লুকিয়ে আছে
সফলতার নিরন্তর নিস্পলক প্রশান্তি।