মানচিত্রেই কেবল তোমার অভিমান ,
আজ তুমি নিজের গন্ডি খুজে পেয়েছ
আজ অনেক বছর হলো,
তুমি যে স্বাধীন ভারতবর্ষ ।
আর স্বাধীন ভারতবাসী
তার সমস্ত আবেগ আর
দেশপ্রেম প্রকাশের এক
সীমাহীন প্রতিযোগিতায়
মেতে ওঠে ১৫ই আগষ্টের দিনে ।
কিন্তু দেশ তুমি কি সত্যি ভালো আছো ?
তোমার স্বাধীনতা শুধু কি মানচিত্রে ?
তুমি কি আদৌ স্বাধীন মানবতায়?
ক্ষত বিক্ষত ভারতভূমির স্বাধীনতার মূল্য
শত শত শহীদের অম্লান আত্মদানে ,
রক্তের মূল্য আবিরে চুকিয়ে
দেওয়ার নাম কি স্বাধীনতা?
অন্নের অভাবে একে অন্যের
হনন এর নাম কী স্বাধীনতা?
ব্যভিচার আর সন্ত্রাসবাদের
গগনচুম্বী আস্ফালনে আমরা
আজ কেবল স্বাধীনতার তরজা
মাথায় নিয়ে ঘুরছি ,যা নিছক
পরাধীনতার রূপক মাত্র ।