শিক্ষাগুরু তুমি যেন
সভ্যতার পিলসুজ ।
তুমি বিনা বৃথাই শিক্ষা,
এ সমাজ অবুঝ।
আলোর পথে তুমি
যেন নির্ভীক যাত্রী ।
জ্ঞানের মহিমায় বিকশিত
তোমার সকল ছাত্র-ছাত্রী ।
শিক্ষাগুরু তুমি যে
মোদের আদর্শের প্রতীক।
তোমার দেখানো পথে
মানব সমাজ পথিক ।
জাতি ধর্ম নির্বিশেষে
তুমি জ্ঞানের আলো ।
তোমার শিক্ষায় শিক্ষিত
মোরা করব দেশের ভালো ।
মানুষ গড়ার কারিগর
তুমি শিক্ষা দানে রত ।
তাই তো তোমায় দেখলে  
আজও শ্রদ্ধায় মাথা নত ।