এ দেশে শিল্প যেন
গাছে কাঁঠাল আর গোঁফে তেল ।
কাকের তাতে লাভ কি বল,
যদিও বা পাকে বেল ।
জেনে শুনে ন্যাড়া যায়
বেলতলায় বার বার ,
শিল্প নেই, কর্ম নেই,
তাই বৃথাই এই চিৎকার ।
ভাঙ্গা বেড়া দেখলে চোর ,
সুযোগ নেবে রাত ভোর ।
আর কত ঘুমাবে তুমি,
কাটবে কবে এই ঘোর ।
তাইতো নদীর ওপারে নয়
এপারেই এবার সুখ চাই ,
জিতিয়ে দিয়ে সবাইকে মোরা
নিজের কাছেই হেরে যাই ।


-০৭ ই বৈশাখ, ১৪২৯