সুখ বলে ধীরে চলো-পেছনে দুঃখ,
আবার
দুঃখ বলে সামলে চলো-পেছনে সুখ!
ওরা কে আগে, কে পেছনে
এ-লড়াই ওদের মধ্যে থাক।
আমাদের গা-সওয়া, যেন সব করি জয়!


আমরা বিভোর থাকি, স্বপ্ন আঁকি,
যেমন সুখে - তেমন দুঃখে।