নতুন ভোর!
নতুন সূর্য এসে রোদ ছড়ালো।
সেই রোদ গায়ে মেখে,
আমেজে কখন যেন বললাম-বড় চেনা!
বিকেলে মেলায় দেখি,
হাজার মানুষের ভিড়।
অথচ মুগ্ধ নয়নে আমি শুধু তোমাকে দেখলাম!
কাছে এসে কখন যেন বললাম-বড় চেনা!
রাতে দেখলাম নতুন চাঁদ,
ঝলমল ঐ আকাশে।
চারদিকে ছড়ানো জোছনার আলো!
সেই আলোয় ভিজে,
কখন যেন বললাম-বড় চেনা!