দিনে গ্রহণ লেগেছে এই বাংলায়!
মানুষ অচেতন, এখানে ঘুমিয়ে আছে
এই ফাঁকে, রাত বাড়িয়ে নিচ্ছে তার পরিধি।
তবু ভরসা,
জেগে আছে কোলকাতা হাইকোর্ট, যেন
অতন্দ্র প্রহরী!
আর জেগে আছে গোনা কিছু মানুষ,
যারা দেখতে পায় আজও
বগটুই গায়ের ভেজা চোখ,
শুনতে পায় চাকরি চুরি যাওয়া,
ছেলে মেয়েদের হাহাকার,
দেখতে পায় তাদের কান্না!


বড় দুঃসময় এই বাংলার
দাপিয়ে বেড়ায় রাত
প্রতিনিয়ত বাড়ায় তার সীমানা।