ভেবে কথা দাও
কেননা, কথারও বাধ্যবাধকতা থাকে।
যাব বললে যেতেই হয়
আবার এমনও তো হয়-
কথা না দিয়ে চলে আসা শুধু
মন চাইলেই যখন তখন।
কোনো টানে নাকি হেঁটে যাওয়া নিয়মের বাইরে!
এক উপত্যকায় দাঁড়িয়ে -কাঞ্চনজঙ্ঘা
আমি তো দেখছিলাম
দুচোখ জুড়ানো তোমার প্রাকৃতিক রূপ!
নিস্পাপ শিশুর মতো দাঁড়িয়ে আছো


শৈলসুন্দরী কাঞ্চনজঙ্ঘা,
কথা দিয়ে নয়,
না জানিয়ে এখানে আসবো
মন চাইলেই- যখন  তখন।