ধানখেতে ফেলে রাখা বেওয়ারিশ লাশ দেখে,
রাস্তার মোড়ে মোড়ে লাঠি হাতে উন্নয়ন দেখে,
সুন্দরী কমলা আজ আর নাচে না,
নূপুর আজ আর বাজে না,
এসব দেখেও আমি কিন্তু আজো বলি
বাংলা আছে বাংলাতেই।
তবু ভয় হয় , ভয় পাই


জীবনানন্দ এই বাংলায়
এসেও যদি ফিরে যান-


পথ হারিয়ে পথ ভুলে!