অদ্ভুত শান্ত, চুপচাপ চারপাশ
মনে মনে ভাবলাম-যাক
এখানে তবে সব ঠিকঠাক

এভাবনার রেশও কাটলো না
যেন আকাশবাণী শুনলাম পরিষ্কার-

ঝড় কিন্তু এভাবেই আসে!