মাঝেমাঝে হাসিকান্নার স্মৃতিগুলো,
চোখের সামনে মূর্ত হয়ে ওঠে!
ভালোলাগে-আমি তখন,
স্বেচ্ছায় একা হয়ে যাই!
মনে মনে হাসছি,দেখে  বলতেই পারো-পাগল নাকি?
চোখের  পাতা ভেজা দেখে বলতেই পারো-কাঁদছো নাকি?
অথচ কিভাবে বলি,
সেই কান্না আজও আমায় রাস্তা চেনায়,
সেই হাসি আজও আমায় বাঁচাতে শেখায়।
শুধু হাসার জন্য,
শুধু কাঁদায় জন্য,


মাঝেমধ্যে আজও আমি,
স্মৃতিদের কাছে ডাকি!