তোর দুঃখ যখন এতো,
তবে দুঃখকে ভালোবাস আর
ভালোবাস স্বপ্নকে, খুব ভালোবাস!
তারপর,
দুঃখ নিয়ে হেঁটেছি এই উঠোনে
দিনের পর দিন,
মাসের পর মাস, কতো যে বছর!
আজ ওদিক দিয়ে হাঁটতে- হাঁটতে অস্ফুট স্বরে
কখন যে বলি- আরে
আমার দুঃখরা!
দেখি, দুঃখ তো আর নেই!
এতো চমৎকার, কি করে হলো?


বললো মাস্টার মাইন্ড-
স্বপ্নকে লালন করলে,
যত্নে পালন করলে,
তাকে ভালবাসলে


স্বপ্ন শুধু লড়তে শেখায় না,
যেমন চলতে শেখায় তেমন পথও দেখায়!