বেলার গান বা অবেলার গান,
চাঁদ জানে কিনা জানিনা!
কিন্তু জানে, সন্ধ‍্যে হোলেই
অন্ধকার নামবে চারপাশে।
তখন কি ঘরে থাকা যায়?
বেড়িয়ে আসে বাইরে,
উজাড় করে আলো ছড়ায় চারপাশে।
এই চাঁদকে দেখিয়ে,
একদিন ছেলেটি বলেছিল-জানোতো
চাঁদ কি শুধু আলো ছড়ায়,
ছড়ায় ভালোবাসা।
কেননা সে জানে-শুধু ভালোবাসা দিয়েই
অন‍্য অবয়বে মিশে যাওয়া যায়!