রাত অন্ধকার
দিন আলোময়
খুব সাধারণ ভাবনা
আমরা এমনি দেখি এমনই ভাবি
অথচ,
দিনের আলোয় তিনি দেখেছিলেন
এ রাস্তায় কান্না আছে
ওদিকে হাহাকার তিনি শুনেছিলেন!


কান্নার কাঁধ ছোঁয়া সহজ তো নয়
যেমন সহজ নয়
হাহাকারের পাশে দাঁড়িয়ে মাভৈ
বলা।


অসাধারণ তিনি
এই পথে হেঁটে ছিলেন
কতো অন্ধকার দুহাতে সরিয়ে


সূর্য হয়ে জ্বলে ছিলেন।