তুমি হলে আকাশের চাঁদ
আমি কোথায় বামুনের ন্যায়,
তোমায় ছোঁয়া কি এতই সহজ
বামুনের চাঁদ ছোঁয়া না মানায়!


তোমার তুলনা হলো অসীম
আমি তোমার কিছুই নই,
তোমার ওই চরণে দিও
আমার তুচ্ছ মনকে ঠাঁই।


জানি তোমায় কাছে পেতে
করতে হবে অনেক সাধনা,
তবুও তোমায় পেতে আমি
কিছুতেই হার মানবো না।


জানি হতাশ হবো জীবনে
চাঁদকে পাবোনা যে কাছে,
যত সাধনা করি আমি
সবটাই জানি হবে মিছে।


বৃথাই হবে কাছে চাওয়া
পূরণ হবেনা তো আশা,
মনের কুটিরে আমার জানি
কষ্টের ঝড় বাধবে বাসা।


================