বাবার ঘরে জন্ম নিয়ে
করলাম পরকে আপন
তারাও করে ছলাকলা
বুঝেছি আমি এখন…!

বাবা মা-কে ভুলে গিয়ে
এলাম শশুর বাড়ি,
ভাবি এরাই আমার নিজের
যদি আপন করতে পারি।

যতই চেষ্টা করি আমি
পরকে আপন করতে,
জানিনা কোন শকুন আছে
কান মন্ত্র দেয় ঘরেতে।

মন্ত্র পেয়ে খুব খুশিতে
শুরু হয় এদের  লিলা,
লিলা দেখে শকুন নাচে
সকাল সন্ধ্যা তিন বেলা।

মরিয়া হয়ে যতই উঠি
পরকে আপন করতে,
শকুন এসে ঢুকায় কাঠি
ঘরের মানুষও ওঠে মেতে।

যাদের জন্য এতো ভাবি
বোঝেনা আমার মন,
যদি একটু দিত ভালোবাসা
স্বর্গ হতো এই জীবন।

এমন করেই কাটছে দিন
আপন ভাবার নেশায়,
নরক তবু কষ্টের নদীতে
জীবন আমার ভাসায়।


================