প্রেমিক বড়ো অভিনেতা
তুমি অভিনয়ের সেরা,
ভালোবাসার নামে তুমি
ছুরি হাতে করো তাড়া।

হাতে নিয়ে রক্তের জোর
মুখে রাখো ধারালো ছুরি,
প্রেমিকা রূপে তুমি জোটাও
অনেক নারী ভুরি ভুরি।

প্রেমের জালে জড়িয়ে তুমি
করো দিনরাত অত্যাচার,
সুযোগ খুঁজে মিষ্টি ভাষায়
শোনো প্রেমিকা তুমি কার।

ভালোবাসার অভিনয়ে তুমি
করছো তারে প্রতিনিয়ত খুন,
প্রতিবাদী হলে বংশ নাশ করো
বাহবা জানাই তোমার খুনির গুণ।

তিলে তিলে মারো তুমি
শুধু ঝরাও রক্ত নয়নে,
রোজ খিদে মেটাও তুমি
করো রাতের সাথি শয়নে।

ভেবে দেখ তুমি আসলে কে
নিজেকে প্রশ্ন করো তুমি,
তুমি হলে প্রেমিক রূপে ধর্ষক
রোজ ধর্ষিতা হলাম আমি।

===================
২১.০৮.২০২৩