আজ চিৎকার বলতে চাই
আমায় একা থাকতে দাও,
থাকতে চাই আমি একা
তুমি কি শুনতে পাও…!


পারছি না আর আমি
সহ্যের সীমা আমার নিঃশেষ,
এই জীবনে যে তুমিই দামি
তোমাকে ছাড়া আমি শেষ!


তুমি আমার,আামারই থাকবে
যেমন তুমি রাখবে আমায়…
থাকতে আমি তেমনই রাজি
এ প্রাণ যে তোমায় ভিক্ষা চায়।


সারা জীবন পাশে থাকো
নয়তো জীবন শূন্য আমার,
সামনের যে রাস্তা গুলো
হবে যে শুধুই অন্ধকার।


তোমায় কাছে পেয়ে আমি
শিখলাম আসল বাঁচার মানে,
বক্ষে রেখে শেখালে তুমি
বাঁচার আশা আমার প্রাণে।


সেই তুমি মাঝ দরিয়ায়
ছাড়ো যদি হাত অভাগীর,
সইতে পারবে কেমনে সে
জীবন হবে মৃত ব্যক্তির।


==================