কিছু কিছু সময় জীবন ছাড়েনা,
দূর থেকে ভালো থাকা যায়না।


মাঝে ইচ্ছে গুলো তোমায় চায়,
সমুদ্র পাহাড় হারিয়ে যায়…।


উত্তাল সমুদ্র দেখবে ধরেছে বায়না,
মন কবিতায় মুখে বলা হয়না…।


লজ্জা খুলে দেয় তার বস্ত্র,
সুখের ছবি এটাই সুকোমল অস্ত্র।


দূর থেকে শরীরের লাইব্রেরি,
খুলে দেয় বই তাড়াতাড়ি।


সুমুদ্রের চেহারা লুকায় হাতে…
মন চায় আরো,আরো কাছে যেতে।


সামনের খুলে রাখা বইয়ে…
মন ভোরে যায় থাকলে চেয়ে!


রং তুলিতে প্রিয় নেয় তুলে,
শরম গেছে বসন সব ভুলে।


এভাবেই ওগো কাছে আসো
দূরে থেকেই ভালো বাসো।


ভুলে তোমায় চায় মনে ক্রন্দন,
এভাবেই ভালোবাসা হোক চিরন্তন।


=====================