আজ তুচ্ছ তোমার কাছে
আমার ছিল যত ভালোবাসা,
নিমেষে করলে তুমি শেষ
মুহুর্তে ভাঙলে মনের আাশা।


যে কাল তোমার কাছের ছিল
তাকে বানালে তুমি খেলনা,
সবাই দ্যাখে দু চোখ ভরে
কেউ তোমায় বাধা দেয়না।


খেলতে তুমি ভালোই পারো
খেলোয়াড় তুমি ভালোই দক্ষ,
নেইকো তার ভাষা কোনো
করতে পারো সবই ভক্ষ্য।


যদি তোমায় "না না" করে
তোলো না নদীর উথাল ঢেউ,
চেনোনা তুমি কাউকে তখন
হোকনা যতই আপন কেউ।


ভালোবেসে আপন করে
টানতে পারো বুকের মাঝে,
দিনের দোষী বানাও তাকে
কাছে টানো তুমি সন্ধ্যা সাঝে।


যে অবহেলা আলোয় করো
সবার কাছে নিচু বানাও,
চাঁদের আলোয় কেন তাকেই
কাছে নিয়ে মান ভাঙাও?


এ কেমন বীর তুমি সমাজে
কেমন তোমার রাজ্য শাসন?
সবার সামনে মাথা করো নিচু
রাতের বেলায় বীরের ভাষণ।


ঘেন্না করি তোমার এমন
রাজ্যের আছে যত নীতি,
ছিল যা ভক্তি সব,গেছে উঠে
অনেক আগেই তোমার প্রতি।


====================