মুক্ত করে দিলাম পাখি
যা তুই যেখানে খুশি।
দেখিস না ফিরে পিছন পানে
কষ্ট পেলি অনেক বেশি।


বন্ধ খাঁচায় ছিলিস রে তুই
ছিল জীবন হাতের  মুঠোয়।
তাইতো বিপদ আসে ফিরে
ছিলিস যে তুই অন্যের খাঁচায়।


মুক্ত বাতাস পান কর এবার
সরিয়ে নিয়ে জীবন খানা।
বন্দী হওয়ার ভয় নেই আর
কোথাও যেতে নেই তোর মানা।


তোর আমার তফাৎ অনেক
মাপলে হবে আকাশ পাতাল।
তোর স্থান খোলা আকাশে
তবুও আমি তোরই কাঙাল।


ভালো থাকিস পাখি তুই,
বেঁধে অন্যের বুকে  ঘর।
ভালোবেসে কাছে রাখিস
করিস না তারে কখনও পর।


=================