মেঘলা রাতের মেঘলা আকাশে,
প্রিয় তুমি এসো আমার পাশে।
তোমার আলতো হাতের ছোঁয়ায়,
পাগল মন আবার হারাতে চায়।
বৃষ্টির সাথে হারিয়ে যেতে চাই,
তোমাকে আজ কাছে যদি পাই।
দুজনেই মোহনার খোঁজে ব্যস্ত,
শুনবোনা বাধা মোহনায় মত্ত...
ভালোবেসে রাখো বুকে তুমি,
শান্তির নিঃশ্বাস ফেলবো আমি।
দুজন দুজনার হয়ে থাকবো,
কখন যে তোমায় আমি পাবো!
====================
১৯ মার্চ ২০২৩