বৃষ্টি পড়ছে টাপুর টুপুর করে
জানালায় তোমার অপেক্ষায়,
তুমি আসবে আমার কাছে
বসে আছি আমি সেই আশায়।

তুমি আসলে অবশেষে তবুও
সারা গা তোমার গেছে ভিজে,
আসলাম বাইরে তাড়াতাড়ি
আমি ছিলাম সেজেগুজে।


তোমার ভেজা গায়ে ধরলাম
তোমায় শক্ত করে জড়িয়ে,
বললে তুমি ঠান্ডা লাগবে
চেষ্টা করলে দেবে ছাড়িয়ে।


কিন্তু আমি নাছোড়বান্দা
পারলে না তো ছাড়াতে,
ভালোবাসি তোমায় খুবই
বললে জড়িয়ে ধরতে ধরতে।


তারপর তোমার আলতো ঐ
ঠোঁটের ছোঁয়ায় করলে পাগল,
উষ্ণতা জাগলো শাখায় শাখায়
হয়ে গেলাম দুজনেই মাতাল।


তোমার ওই শীতল শরীরে
শুর হলো শিহরণ আগুনের,
আমিও উত্তাল সেই  মুহূর্তে
মিলন হলো যে দুটি মনের।


===================
১৯.০৩.২০২৩