বহু সময় বহু বছর
পার করে ধন্য এই দিন,
ফুলের মতো সেজেছে পৃথিবী
ভালোবাসা জমায় আরো ঋণ।


অন্ধকারের আলো হয়ে
পাশে এসে দাঁড়ালে দেবদূত,
পাল্টে দিলো সব কিছু
নতুন পৃথিবীর জন্ম,অদ্ভুত!


মনে আনন্দের জোয়ার…
উঠলো যে মন ভরে,
ভুলে গিয়ে পুরোনো অতীত
ভেসে চলে জোয়ারে।


চলতে থাকে বহুদূর
চায়না পিছন ফিরে,
ডুবে যাক সব কিছু
চলে যাক সুনামির তোড়ে।


বিদ্যুৎ চালিত বাহন
নিয়ে গেলো বহু দূর,
যেখানে পাবে না কেউ
বাজবে ভালোবাসার সুর।


পথে যেতে যেতে  হয়
জানালার কাচে আঁকা পৃথিবী,
মুক্ত হাত মিলন বাড়ায় সাথে
ক্যামেরা- বন্দি করে সেই ছবি।


====================