রাতটা যতই গভীর হয়
আমি ততটাই ভেঙ্গে পড়ি,
কিছু স্মৃতির সাথে রাত
যেন গলায় পড়ায় দড়ি।


এখন আমার বেঁচে থাকা
হয়েছে বরই কঠিন,
নিজের ভেবে সব আছে
তবুও হলাম যে হীন।


চাই তোরে চাই আমি
জীবনের সব ঝড় সয়ে,
কাছে আয় ওরে জান্
নয়নের অশ্রু যায় বয়ে।


যতই বাধা আসুক পথে
মেনে নেব দুই জন,
হোক না যতই সুনামি
ভাঙবোনা কখনো মন।


পেয়েও কেন পাইনা তোরে
জানিনা কোন অভিশাপ,
কোন জনমের ভুল ছিল
কি এমন করেছিলাম পাপ।


টুকরো টুকরো হয়ে যায়
ভিতরের থাকা হৃদপিন্ড,
সমাজের কাছে সেজে
অন্যের ঘরনি হয়ে ভন্ড।


যে সুখ ছিল লেখা
সাথী তোরই কাছে…
জানিনা কত পাপ করেছি
আর কি বা বাকি আছে!


হতে হয় রোজ রাতে
জ্বলন্ত অগ্নি বাণের শিকার
হাহাকার শব্দ পৌঁছায়না
উঠে আসে আগুনের হুঙ্কার।


সইতে বড়ই কষ্ট ওরে
জীবন হলো পোড়াকাঠ,
বাঁচা মরা সবই সমান
আয়না শক্ত করে ধর হাত।


==================
01.11.2023