রক্তের গরম গায়ের জোর,
ধ্বংস হবে সবই তোর।

ভাবিস তোরা রাখবি শাসনে,
তাইতো দায়িত্ব ঢাকিস ভাষণে।

মিথ্যে বাদী ডাকাতের দল,
মিলবে তোদের চোখের জল।

সম্মান দিতে জানিস না মোটেই,
সন্দেহ ভরা তোর পাপী চোখেই।

নারীর সম্মানও নেইকো জানা,
দিতে পারিস জীবনে হানা…!

নিঃস্ব করলি এই মায়াজাল…
অহংকারই তোর জীবনের কাল।

সুখের ঘর ভাঙলিরে বেঈমান,
ভাবিস মোরা সবাই সমান…!

জীবিত হয়েও করেছিস মরা,
পাপী মন যে সন্দেহে ভরা।

শেষ হলো আজ নিয়ম রীতি
সব ধ্বংসই হবে শেষ পরিনতি।


===================