কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মন
মেতেছি কোন খেলায়!
গুরুজন আজ শিকার
ফেলেছি তাঁদের হেলায়।


ছলনায় ভুলিয়ে তাঁদের
করলাম নিজের হাতিয়ার,
হলাম দোষী তাদের কাছে
করি তাই নত স্বীকার।


সহজ সরল মনে তারাও
এগিয়ে দিলো বাঁকা পথে,
জানেনা তারা ছল চাতুরী
পাপী করি তাঁদেরকেও সাথে।


কোনটা পাপ কোনটা পুণ্য
ভুলেছি সময়ের সাথে,
ওপরওয়ালা মাপছে ঠিকই
পাপ পুণ্যের মালা গেঁথে।


ধিক্কার জানাই নিজেকে আজ
ঘেন্না জাগে নিজের প্রতি,
শয়তানের বেশে আছি সেজে
নিজেকে দেখাই সতী।


=====================