শেষ দেখাটাও হলোনা আর
সোনা দাদা রে তোর সাথে,
কত টুকু দিন এনেছিলি
দাদা তুই তোর হাতে…!

মাঝে মাঝে খোঁজ নিতি
তোর এই হতভাগা বোনটার,
এখন কেউ নেই রে দাদা
নেবে কে বল খবর আমার!

কি থেকে কি হয়ে গেলো
তুই ছেড়ে চলে গেলি…
ছোট্ট খুকু যে আসবে ঘরে
সেটাও ভুলে গেলি…?

দাদা এখন কে দেখবে বল
সৌম,বৌদি,আর মা কে?
কে দেখবে তোর ঘরে
নতুন আগত অতিথিকে?

মনে থাকবে রে দাদা
তোর ভালোবাসা,শাসন…
এই মনেতে জায়গা যে তোর
আরেক গুরুর আসন।

মেনে নিতে পারিনা আজও
তুই নেই ধরণি পারে,
তোর কথা পড়লে মনে
নয়নে যে অশ্রু ঝরে!

দাদার বন্ধু হলেও তুই
দেখিসনি কখনো আমায় পর,
নিজের বোনের মতোই করে
ছিল ভীষণ শাসন তোর।

দাদা তোকে পেয়ে আমি
ধন্য ছিলাম খুবই রে,
পর জনমে রাখিস আমায়
তোর নিজের বোন করে।

দাদা তুই ভালো থাকিস
না ফেরার তারাদের দেশে,
সকল সময় থাকিস তুই
আগে যেমন থাকতিস হেসে।


================