নিশি ভোরে ডাক দিয়ে
যে প্রেম ডেকেছে তুলে,
মধুর মুহুর্তে মিশে যায় মন
রাক্ষসের লাঞ্ছনা ভুলে।


কত কথা কত হাসি
কেটে যায় সময় যত,
প্রেম বিছানায় শুয়ে
দূরে তবু কাছে তত।


ঘুমের ছবি ছাড়েনা পিছু
জড়িয়ে ধরে দুই নয়নে,
ঘুমিয়ে যায় ভালোবাসা
চেয়ে রয় আরেক জনে।


দেখতে সময় বয়ে যায়
শোনেনা পাঁচালীর ডাক,
ভোরের পাখি ঘুমায় তখনও
দেয়না প্রহরের হাঁক।


ভালোবাসা জড়িয়ে বুকে
আসে ঠিকানা শান্তির,
কাছে না পেয়েও পাওয়া
অস্পর্শের ছোঁয়া করে ভিড়।


চলে যায় হাতের সময়
প্রভাতের আড়াই ঘন্টা,
ধন্য এই মানব জীবন
পেয়ে তোমার মনটা।


=================
23.10.23