এত অবহেলা করিস না
করে পাষান মনটাকে,
থাকবে না পথে বাধা
মুক্ত রাখিস জীবনকে।


বুঝলি নারে জীবন তুই
খুন করলি নিজের হাতে,
কেন এমন করলি ওরে
ধুয়ে দিলি স্রোতের সাথে।


কেন এত দেখিয়ে ছিলিস
স্বপ্নে ভরা নতুন পৃথিবী,
এক নিমিষেই মিটিয়ে দিলি
মনে পাহাড় সমান ছবি।


ভুল যদি হয়ে থাকে
নিজের জানা অজানেতে,
ক্ষমা করে দিস তবে
নয়তো ঠাঁই পাবে নরকেতে।


অনেক জ্বালা জ্বালিয়ে তোর
জীবন করেছিল ছারখার,
আজ নিজেই ক্ষমা চায়
মেনে নিয়ে সব হার।


ভালো থাকিস ওরে তুই
ভুলে গিয়ে সব ব্যথা,
রাখিসনা আর মনে
কালো মেয়ের কথা।


================