একে একে গোছানো সময়
হয়েছে নষ্ট ঘড়ির কাটা,
উড়ন্ত পাখিও বন্দি আজ
সময়ের রুটিন দেয়ালে সাঁটা।

ভেঙে গেল গাছের ডাল
অজানা কালবৈশাখী ঝড়ে,
ভাঙলো পাখির ছোট্ট কুটির
চলে গেল সুনামির তরে।


বেইমান হয়েছে সময়
দেয়না কভু হাতে ধরা…
ভাগ্যের ছলনায় সেও বন্দি
পরিয়েছে কেউ হাতকড়া।


জীবনের ঘুড়ি থমকে গেছে
ওড়ে না আকাশে আগের মতো,
লাটাই চালক চালায় ঘুড়ি
যেমন তার ইচ্ছে মতো।


সময়ের রুটিনে নেইকো শ্বাস
শ্বাসের অভাবে হয়েছে দমবন্ধ,
তিলে তিলে শেষ নিঃশ্বাস (তবু)
করবে না সে কোনো দ্বন্দ্ব।


===================