সময়েরও হার প্রেমের কাছে
থাক না যত রুটিনে মাপা,
ভালোবাসার কাছে সেও নীচু
রুটিন থাকুক দেওয়ালেই চাপা।


বিরহ রেখেছিল ঘিরে
মন তবু শক্ত পাথর ছিল,
পারেনি প্রাচীর রাখতে ধরে
চার ওষ্ঠ ঠিক কাছে এল।


সাথে ছিল নীরব কোলাহল
অবেগে ভুলিয়ে রাখে সময়,
ছলনার সাথে ছিল মন
চার ওষ্ঠ আবারও এক হয়।


সামলে যায় জীবন দেখে
মানেনা শুধু যে নয়ন,
বহুদিনের অপেক্ষার ইতি
স্মৃতি হয়ে থাকবে স্মরণ।


চোখে কালি মাখিয়ে সময়
করেছিল খুব বেইমানি,
সময়ের স্বীকার আবারও
মনই যে আসল রানী।


চাহিদার  কাঙাল হলো মন
পূরণ হলো স্পর্শের কাতর,
মন ভুলে যায় মিষ্টি ছোঁয়ায়
জাগালো মনে জমানো আদর।


কিছু আশা থাকুক মনেই
তাল মিলিয়ে সময়ের সাথে,
না পেয়েও পাই যেনো কাছে
চায়না বেশী সময় থাকুক হাতে।


==================