হায়রে বিধাতা এ কেমন
বিচার দিলে দুটি হাতে,
জীবন শূন্য ছেড়া তার
তবুও নেই এক সাথে।


আকাশ সমান ভালোবাসা
এক দেহেতে তৈরি দুটি মন,
তবুও জীবন নরক তাদের
কোন অভিশাপের কারণ!


একে অপরের অটুট বন্ধন
নেইকো সাধ্য ভাঙতে মায়া,
তবুও একজন অন্যের ঘরে
নেভায় সংসার ধর্ম ছায়া।


রোজ মাদকশাক্ত অধিকার
আসে যখন অসুরের ন্যায়,
তোলপাড় করে এ জীবন
তছনছ,ছিন্নভিন্ন করে দেয়।


অধিকার জীবনের কাছে
সবার থেকেই কি বড়ো?
ইচ্ছেরা বিসর্জন হয়ে,বলে
বারবার- তুই নয়তো কারো!


নেই ক্লান্তি নেই দুর্বল
খেলার সাথি হতে হয় রোজ,
খেলাই আসল সঙ্গীর জীবনে
খেলা শেষে রাখতে নেই খোঁজ।


কিসের জীবন কিসের মায়া
বেঁচে থেকেও জ্যান্ত লাশ,
আসল 'জীবন' হয়েও আপন
তবুও দূরে কেন করে বাস!


==================
18.10.23
7.30 am