তোমায় আমি আপন করে
রেখেছিলাম এই বুকে,
আগে কেন বুঝিনি বলো
এই বুকে রওনি তুমি সুখে!

কি দোষ আমার ছিল
বলো না একটি বার,
তোমায় খুব বেসেছি ভালো
এটাই কি অন্যায় আমার!

নিজের  সুখের কথা ভেবে
হাতটি  ছাড়লে তুমি,
একটি বারও ভাবো নি বলো
কি নিয়ে বাঁচবো আমি!

একটি বার সামনে এসো
জানার আছে অনেক কথা,
বলোনা কি দোষ ছিল আমার
কেন দিলে এত ব্যথা?

ভালোবাসা বুঝি হায়
বুকভরা ব্যাথা চোখে জল!
দেয় শুধুই হা-হা কার
এই বুঝি ভালোবাসার শেষ ফল!


===================