কাছের মানুষ হারিয়ে গেছে
নেইকো কেউ পাশে,
অসহায় হয়ে আছি আমি
নিরালায় একা বসে।


দু নয়নে আসে বারিধারা
জল হয়ে নয়নে রক্ত বয়,
আপনজন হারানোর ব্যথা
কত কষ্ট সইতে হয়।


তিলে তিলে গড়ে ওঠা
ছিল মনের স্মৃতি হয়ে,
নিমেষেই হলো শেষ
চলে যায় অশ্রু বয়ে।


ভুলেছে সে তার পুরোনো
ছিল জমানো অতীত,
রইলো পরে স্মৃতির পাতায়
লেখা হয়ে মনের গীত।


আপন মানুষ যে ছিল
সে ছিল হৃদয়  মাঝারে,
ভাবিনি সে ছেড়ে যাবে
ব্যথা দিয়ে এই অন্তরে।


তুমি আপন হয়ে কেন
দিলে তারে নিঃস্ব করে?
জানোনা তুমি জীবন তার
ভাঙলে পাঁজর টারে।


ছিড়ে নিলে তুমি তার
বুকের কলিজা খানা,
ভালোবেসে রেখেছিলে বুকে
তবে কেন দস্যু হয়ে দিলে হানা?


আজ বড়ো অসহায়
সে হয়েছে হৃদয় হীনা,
পাথরের মতো প্রাণ
হয়েছে তার তুমি বিনা।


===================